রংপুরের মিঠাপুকুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসে জেল ও একশ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম রাজেন্দ্র নাথ মহন্ত। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর সাহাপাড়া মৃত অন্নদা মহন্তের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজেন্দ্র নাথ দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছেন। গ্রামবাসী বারবার নিষেধ করা স্বত্বেও তিনি তাতে কর্ণপাত করছিলেন না।
শুক্রবার (২৬ এপ্রিল) গাঁজাসেবীদের কাছে গাঁজা বিক্রির সময় গ্রামের লোকজন বাধা দেয়। এ কারণে গ্রামবাসী সুবল চন্দ্র, অর্জুন চন্দ্র, দীলিপ বর্মণকে গালাগালি ও হুমকি-ধামকি দেন এবং চড় থাপ্পড় মাদক ব্যবসায়ী রাজেন্দ্র। গ্রামের লোকজন তাকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় সড়কে বিক্ষোভ মিছিল করেন।
অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে রাজেন্দ্রকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও একশ জরিমানা করেন।
টিএইচ